১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়, প্রাকটিস
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
অধ্যায়: ৬
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
বহুনির্বাচনি প্রশ্ন
এস, ই, ফাইনার
২. কোন সমাজ ব্যবস্থায় ধনী-গরিবের বৈষম্য বিদ্যমান?
(খ) ধনতান্ত্রিক
৩. জার্মানির ‘নাৎসী‘ দল-এর প্রতিষ্ঠাতা কে?
(ক) হিটলার
৪. মেনিফেস্টো বলতে কী বুঝায়?
(ক) রাজনৈতিক দলের ইশতেহার
৫. রাজনৈতিক দল উদ্ভবের অন্যতম মূল কারণ কোনটি?
(ক) নেতৃত্ব
৬. গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
(ক) জবাবদিহিতা নিশ্চিত করার জন্য।
৭. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে?
(খ) বিরোধী দলকে
৮, “রাজনৈতিক দল হচ্ছে এমন এক সংগঠিত জনগোষ্ঠী যারা কতকগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার
মাধ্যমে জাতীয় স্বার্থ সম্প্রসারণের উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়”- উক্তিটি কে করেছেন?
(খ) এডমন্ড বার্ক
৯. "Parliament and parties are essentially connected."- উক্তিটি কে করেছেন?
(খ) অধ্যাপক বার্কার
১০. “নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলি যা অন্যদের অনুপ্রাণিত করে বিশেষ দিকে ধাবিত করে । উক্তিটি কার?
(খ) এলভিন ডাব্লিউ গুল্ডনার
১১. বাট্রান্ড রাসেল নেতার কয়টি গুণের কথা বলেছেন?
(ক) ২টি
১২. বোগার দাস নেতার কয়টি প্রয়োজনীয় গুণের কথা বলেছেন?
(গ) ৪টি
১৩. কোন ধরনের সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিহার্য?
(ঘ) গণতন্ত্র
১৪. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি?
(ঘ) নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা
১৫. সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত কোনটি?
(ক) ইংল্যান্ডের দ্বি-দলীয় ব্যবস্থা
১৬. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী?
(গ) রাজনৈতিক দল
১৭. রাজনৈতিক সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
(খ) রাজনৈতিক দল
১৮. “গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন”- কার উক্তি?
(গ) হারমান ফাইনার
১৯. “স্বার্থ একত্রীকরণকারী” বলা হয় কাকে?
(ক) রাজনৈতিক দলকে
২০. জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করে কোনটি?
(খ) রাজনৈতিক দল
২১. “বিভিন্ন মতবাদের দ্বারা পরিচালিত হলেও সকল রাজনৈতিক দলই জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণের দ্বারা নির্বাচকমণ্ডলীর সমর্থন পেতে সচেষ্ট হয়”- উক্তিটি কার?
(খ) অধ্যাপক বার্কার
২২. ব্রিটেনে সংস্কার আইন প্রণীত হয় কত সালে?
(ঘ) ১৮৩২ সালে
২৩. কোন স্বার্থকে ভিত্তি করে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে?
(গ) অর্থনৈতিক স্বার্থ
২৪. বিশ্বে প্রধানত কয় ধরনের দলীয় ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়?
(খ) ৩ ধরনের
২৫. বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
(গ) বহুদলীয় ব্যবস্থা
২৬. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 'Interest Group' বলে আখ্যায়িত করেছেন কে?
(খ) এইচ. জিগলার
২৭. নেতৃত্ব হলো সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত
করার কাজ।”- উক্তিটি কে করেছেন?
(গ) এইচ. ও. ডানেল
২৮. সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে গড়ে ওঠে তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
(ঘ) গণতান্ত্রিক নেতৃত্ব
২৯. কে সম্মোহনী নেতৃত্বের একজন উজ্জ্বল দৃষ্টান্ত?
(গ) শেখ মুজিবুর রহমান
৩০. নেতৃত্বের গুণাবলি নয় কোনটি?
(ঘ) গরিব-দুঃখিদের সাহায্যে এগিয়ে আসা
৩১. চাপ সৃষ্টিকারী দলের প্রধান লক্ষ্য কোনটি?
(ক) স্বার্থোদ্ধার
৩২. রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয় কোনটি?
(ঘ) অস্থিতিশীলতা সৃষ্টি
৩৩. শিপার বাবা একজন প্রকৌশলী। তার বাবার মধ্যে কোন নেতৃত্বের প্রতিফলন রয়েছে?
(গ) বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব
৩৪. জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করে কোনটি?
(ক) রাজনৈতিক দল
৩৫. বহুদলীয় ব্যবস্থার অসুবিধা কোনটি?
(খ) দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব
৩৬. গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা হলো
i. জনমত গঠন
ii. সরকার গঠন
iii. সরকারের সমালোচনা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
৩৭. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী-
i. সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে
ii. কর্মীদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে
iii. নির্বাচনে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i
৩৮. একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে
i. ভারতে
ii. রাশিয়ায়
iii. উত্তর কোরিয়ায়
নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii
৩৯. বোগোর দাস নেতার যেসব গুণের কথা বলেছেন তার মধ্যে অন্যতম হলো-
i. প্রতিভা
ii. অভিজ্ঞতা
iii. নমনীয়তা
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii
৪০. ব্রিটেনে প্রধান যেসব রাজনৈতিক দল প্রত্যক্ষ করা যায়-
i. শ্রমিক দল
ii. রিপাবলিকান পার্টি
iii. রক্ষণশীল দল
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii
৪১. বর্তমানে গণতন্ত্র বলতে বুঝায়
i. সংসদীয় গণতন্ত্র
ii. রক্ষণশীল গণতন্ত্র
iii. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
প্রদীপ পাল একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার বিশেষ জ্ঞান, উচ্চতর শিক্ষা ও দক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক সুখ্যাতি অর্জন করেছেন। যার ফলে তার ভিতরে এখন এক ধরনের নেতৃত্বের বিকাশ ঘটেছে।
৪২. প্রদীপের নেতৃত্ব কোন প্রকৃতির?
(খ) বিশেষজ্ঞসুলভ
৪৩. প্রদীপের নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ হলো
i. সাহিত্যিক
ii. প্রকৌশলী
iii. চিকিৎসক
নিচের কোনটি সঠিক?
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
আদিব একজন উদীয়মান রাজনৈতিক নেতা। তিনি প্রাজ্ঞ, সৎ, কর্মঠ এবং সুবক্তা । জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে তিনি বক্তব্য দেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। এতে জনগণ দারুণভাবে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয় এবং তাকে অন্ধভাবে সমর্থন করে ।
88. আদিবের নেতৃত্ব কোন প্রকৃতির?
(ক) সম্মোহনী
৪৫. এরূপ নেতৃত্বের ফলে -
(ঘ) সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে
No comments